‘মহুয়া’ দ্বিজ কানাই প্রণীত মৈমনসিংহ-গীতিকা গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় ১৯২৩ সালে। পূর্ববঙ্গ গীতিকার চার খণ্ডে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মোট ঊনচল্লিশটি গীতিকা সংকলিত হয়েছে। এর মধ্যে দশটি গীতিকা নিয়ে বের হয়েছে মৈমনসিংহ-গীতিকা। এ গ্রন্থের অধিকাংশ গাথাই কাব্যগুণ ও শিল্পধর্মের দিক থেকে অন্য গাথাগুলোর চেয়ে উৎকৃষ্ট। এ খণ্ডটি শিল্পরসিকদের কাছে অধিকমাত্রায় আদৃত। এখানে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় প্রাচীন পল্লীনাটিকাটি প্রকাশিত হয়েছে। এ বইয়ের ভাষাগুলো অন্য কোনো অঞ্চলে তত একটা দেখতে পাওয়া যায় না। বইটি পাঠকসমাজে মজাদার ভাষার কাহিনি হিসেবে পরিচিতি পাবে।