মোট পাতা: 152
বিষয়: রোমহর্ষক সিরিজ
অশউইৎজ! পোল্যান্ডে সবচেয়ে বড় কনসেন্ট্রেশন ক্যাম্প জার্মানদের। এক পোলিশ বিজ্ঞানীকে বন্দি করে রাখা হয়েছে সেখানে। ‘স্ট্রাইক ফোর্স’ প্রধান রাহাত খানের কাঁধে দায়িত্ব পড়ল তাকে বের করে আনার।
কিন্তু বললেই হলো? ওটা সেই ক্যাম্প, যেখানে বুলেট, গ্যাস আর আগুনে পুড়িয়ে মারা হয়েছে লাখ লাখ ইহুদী বন্দিকে! সেই ক্যাম্প, যার প্রবেশপথে কোন এক হতভাগ্য লিখে রেখেছে “নাখট আন্ড নেবেল” — রাত এবং কুয়াশা। অর্থাৎ এখানেই জীবনের সব আশা-ভরসার সমাপ্তি।
সেই যমপুরীতে ঢুকল অবশেষে রাহাত খান। তখন কি আর জানত ওয়ারশর গেস্টাপো চিফ নিউম্যান জেনে যাবে তার পায়ের ধুলো দেয়ার কথা?
এখন রাহাতকে বাঁচাবে কে?
“ ” - Bookworm