ছড়াকার আনজীর লিটন রচিত ‘টুনির মোরগ’ শিশুতোষ ছড়া। এতে বাংলার লোকজ চরিত্র ফুটে উঠেছে। ঝড়ের পরে বানের পানি বাঁধ ভেঙেছে স্কুল ডুবেছে, কারো কাছে নাই আশার বাণী। ছড়াটি আধুনিক গ্রামবাংলায় বর্ষাকালে শিশুরা যে সমস্যার সম্মুখীন হয় তারই প্রতিচ্ছবি। ছড়াকার অত্যন্ত নৈপুণ্যের সাথে এর সমাধানের পথ দেখিয়েছেন।