বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। কৃষি ও কৃষকের নানা
সমস্যা তুলে ধরে গণমাধ্যম। গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে দক্ষতা বাড়াতে কয়েকজন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ‘কৃষি সাংবাদিকতা’ বইটি গ্রন্থনা করেছেন। মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের নানান সমস্যা প্রত্যক্ষ করে বস্তুনিষ্ঠ কৃষি-প্রতিবেদন তৈরিতে এ বইটি অনেকটাই সহায়ক হবে। বাংলাদেশের কৃষি ও কৃষির গুরুত্ব, কৃষি ও নারী, কৃষি এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃষি, যোগাযোগ, গণমাধ্যম ও উন্নয়ন, কৃষি ও গণমাধ্যম :
প্রসঙ্গ মাটি ও মানুষ, কৃষি ও সাংবাদিকতার কৌশল, বিভিন্ন ধরনের কৃষি রিপোর্টিং, কৃষি বিষয়ে রেডিও/টিভি রিপোর্টিং,
সাক্ষাৎকার, কৃষি সাংবাদিকতায় লেখার কৌশল, কপি সম্পাদনা, কৃষিবিষয়ক মুদ্রণ সাময়িকী ও টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদি বিষয় রয়েছে এ গ্রন্থটিতে। কৃষি যে একটি বহুমুখী বিষয়, এটি একইসঙ্গে জীবনোপায়, সংস্কৃতি,
বিজ্ঞান, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা,
শিল্প, ব্যবসা, অর্থনীতি, শিক্ষা, নীতি, দর্শন ইত্যাদি উঠে এসেছে।
“ ” - Bookworm