‘আঁতুড়ঘর’ রাজা সরকারের একটি স্মৃতিচারণামূলক বই। বইটি দেশভাগের ব্যক্তিগত রক্তক্ষরণ হলেও ভুক্তভোগী সবার কথাই এতে পরিস্ফুট। রাজনৈতিক বা যেকোনো কারণে জন্মস্থান ত্যাগ করতে মানুষ বাধ্য হলেও, জন্মভিটার টান সে আমৃত্যু ভুলতে পারে না, ভোলা যায় না—লেখক সে কথাই অত্যন্ত সহজ-সরল ভাষায় বইটিতে ফুটিয়ে তুলেছেন।