উত্তরবঙ্গের বিহারি অধ্যুষিত একটি জনপদে সংঘটিত মর্মান্তিক গণহত্যাসহ মুক্তিযুদ্ধকালের বিবিধ অনুষঙ্গকে উপজীব্য করে ’৭১-এর অল্পকথা’ গ্রন্থটি লেখা হয়েছে। উল্লিখিত হয়েছে সে জনপদের না জানা অধ্যায়ের অনেক কথা। একই সাথে সে সময়ে একটি ক্ষুদ্র জনপদের লোকেরা কীভাবে গণ-আন্দোলন, সাধারণ নির্বাচন ও তৎপরবর্তী পর্যায়ের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পৃক্ত হয়েছিল। পাকিস্তানি হানাদার ও অবাঙালিদের নির্মম ধ্বংসযজ্ঞ, সেসবের উপরও আলোকপাত করেছেন লেখক মানিক মোহাম্মদ রাজ্জাক।
এছাড়া পাকিস্তানপন্থী দালাল শ্রেণির লোকদের মনোবৃত্তি, হানাদার বাহিনীর জেনারেলসহ পাকিস্তানি শাসকদের চারিত্রিক বৈশিষ্ট্য, বিশ্বজনমত, পরাশক্তিধরদের ভূমিকার উপরও করা হয়েছে প্রয়োজনীয় দৃষ্টিপাত। উপস্থাপিত হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ও মুক্তিসংগ্রামের নানা দিক।