‘কত কথার খই’ মোশাররফ হোসেন ভূঞার নতুন ছড়াগ্রন্থ। ছড়াকার ভুল নগরায়নের শিকার, আমাদের সবুজ শ্যামল গ্রামবাংলার ছবি এঁকেছেন তাঁর এই গ্রন্থে‒যেখানে নেই আমাদের সেই তালগাছ, সবুজ গাঁ, নেই কানাবগির ছা, নীলিমার নিচে পাখিদের ওড়াউড়ি, বিস্তীর্ণ মাঠ আর বৃক্ষশোভিত প্রান্তর। নিষ্ঠুর নগরায়ন একে একে তাঁর প্রিয় বৃক্ষগুলো উধাও করে দিচ্ছে, ভেঙে তছনছ করে দিচ্ছে পাখিদের সংসার। আকাশচুম্বী দালানকোঠার আড়ালে আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে নীলিমা। এরকম অজস্র অনভিপ্রেত দৃশ্যপটের বিপরীতে দাঁড়িয়ে আবার ছড়াকার আমাদের শৈশবের সুনিবিড় সবুজ স্বপ্নলোকের গ্রামবাংলার নানা ছবি আঁকেন তাঁর নতুন ছড়ার বই ‘কত কথার খই’য়ে।