‘কৃষি ও গণমাধ্যম’ প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজের একটি নিবন্ধগ্রন্থ। মানুষের সবচেয়ে প্রাচীন পেশা কৃষি, যা সভ্যতার শুরুতেই খাদ্যচাহিদার প্রয়োজনে উদ্ভব হয়। কৃষির ওপর নির্ভর করে জাতীয় অর্থনীতি। কৃষকই অর্থনীতির চালিকাশক্তি। আধুনিককালে কৃষি ও কৃষককে উদ্বুদ্ধকরণে গণমাধ্যমও ব্যাপক ভূমিকা রাখে। সেই সূত্রেই ইলেকট্রনিক মাধ্যমে সরেজমিনে লেখক কৃষির ওপর যেসব অনুষ্ঠান উপস্থাপন করেন, সেগুলো নিয়েই তিনি আবার পত্রিকায় কতকগুলো নিবন্ধ রচনা করেন। এগুলোর সমন্বয় ‘কৃষি ও গণমাধ্যম’ বইটি।