১৯৭১ সালের ঐতিহাসিক
৭ই
মার্চের ভাষণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। তৎকালীন
রেসকোর্স ময়দানের জনসমুদ্রে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা দেন,
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বঙ্গবন্ধুর ৭ই মার্চের
এই
ভাষণ বিশ্ব-ইতিহাসে
যুগসৃষ্টিকারী সেরা ভাষণগুলোর অন্যতম। বাঙালির
মুক্তির পথ-নকশা ।
আন্তর্জাতিক রাজনৈতিক
বিশ্লেষকদের মতে, বঙ্গবন্ধুর ৭ই
মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ। এ ভাষণ বাঙালি জাতিকে উজ্জীবিত
করেছিল মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনতে। পৃথিবীর
ইতিহাসে এ
রকম ভাষণের তুলনা খুব কমই আছে। লেখক ও ইতিহাসবিদ
Jacob F. Field-এর বিশ্বসেরা
ভাষণ নিয়ে লেখা ‘We
Shall Fight On The Beaches : The Speeches That Inspired History’
গ্রন্থে এ
ভাষণ স্থান পেয়েছে। অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে বঙ্গবন্ধুর
৭ই
মার্চের ভাষণ।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের
ভাষণ থেকে বাছাইকৃত ২৬টি বাক্যের ওপর বিশ্লেষণধর্মী নিবন্ধ-সংবলিত ‘বঙ্গবন্ধুর
৭ই
মার্চের ভাষণ
: রাজনীতির মহাকাব্য’
শীর্ষক গ্রন্থটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রকাশ করেছে। গ্রন্থটির এ ই-বুক প্রকাশ করেছে বাংলা ভাষার সেরা ই-বুক লাইব্রেরি সেইবই।
“ ” - Robi User
“ ” - KAZI SHOWKAT MOSTOFA CHOWDHURY
“ ” - Tahsina
“ ” - Abu Bashar