‘ছড়ায় ছড়ায় পাখি’ মনিরুল ইসলাম মনির একটি ছড়াগ্রন্থ। গ্রন্থের সব ছড়াই পাখি নিয়ে। বাবুই, পেঁচা, কোকিল, ময়না, তোতা, টিয়া, দোয়েল, মাছরাঙা, বউ কথা কও, ফিঙে, শ্যামা এরকম ২২টা পাখি নিয়ে ২২টি ছড়া আছে গ্রন্থটিতে। ছড়াগুলোর ভাষা সহজ-সরল, ফলে শিশুদের সুখপাঠ্য।
“ ” - Monirul Islam Moni