‘স্বর্গরাজ্য সিঙ্গাপুর’ বইটিতে লেখক মানিক মোহাম্মদ রাজ্জাকের ভ্রমণবিষয়ক গ্রন্থ হলেও লেখকের পর্যবেক্ষণে উঠে এসেছে সে দেশের আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থার বহুমাত্রিক দিক। একটি দেশ শূন্য থেকে কীভাবে এত উচ্চ শিখরে উঠতে পারে লেখক তাঁর বইটিতে বিস্তারিত তুলে ধরেছেন। এই নগর রাষ্ট্রটি ছোট বড় ৬৩টি দ্বীপ-উপদ্বীপের সমন্বয়ে এর পরিধি বিস্তৃত। আকৃতিতে ছোট হলেও দেশটির অর্থনৈতিক সক্ষমতার পরিধি অনেক বিস্তৃত ও সুদৃঢ়।
প্রাকৃতিক সম্পদ শূন্য দেশটি ১৯৬৫ সালে মালয়েশিয়া ফেডারেশন থেকে পৃথক হয়ে দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে আজকের গৌরবময় অবস্থানে উপনীত হয়ে অগ্রগতির পথে এগিয়ে চলছে। স্বাধীনতার শুরুতে এদের মাথাপিছু আয় ছিল মাত্র ৫১১ মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আই এম এফ) হিসেব মোতাবেক এখন (২০১৩) দেশটির মাথাপিছু আয় ৬১ হাজার ৫৬৭ মার্কিন ডলার।