ষাটের দশকের অন্যতম কথাসাহিত্যিক রাহাত খান তাঁর লেখনিতে তুলে আনেন পরিপার্শ্ব
ও সমকালকে। তাঁর গল্পে আলো-অন্ধকার, সংকট-সম্ভাবনা, সারল্য-শঠতা, ভণ্ডামি-সততাসহ এসবের
মধ্যে বাস করা মানুষগুলো উঠে আসে তাদের সব আশা-আকাঙ্ক্ষা-কষ্ট-ক্লান্তি-ভালোবাসা-মমতা-নিস্পৃহতা-বিচ্ছিন্নতাসহ।
তারুণ্যের হতাশা, পরাজয়, প্রেম ও আকাঙ্ক্ষা; মুক্তিযুদ্ধের প্রাপ্তি ও হারানোর চিত্র
নিপুণ কুশলতায়, পরম মমতা দিয়ে নির্মাণ করে পাঠকদের আপ্লুত করেন তিনি। মোট ১৪টি গল্প
নিয়ে সাজানো হয়েছে লেখকের এই ‘শ্রেষ্ঠ গল্প’ গ্রন্থটি। সহজ-সরল ভাষায় পাঠককে তিনি জানিয়ে
দেন- জীবনটা এরকম, পৃথিবীটা এরকমই- যাবতীয় ইতি-নেতিবাচকতা পাশাপাশি মিলে গেছে এখানে।
আর এর মধ্যে মানুষের একটাই স্বপ্ন- সে বেঁচে থাকতে চায়, বেঁচে থাকার স্বপ্ন থেকেই সে
তৈরি করে অন্যান্য স্বপ্ন, বেঁচে থাকার জন্যই তার যাবতীয় আয়োজন।