আহ্মেদ লিপুর প্রবন্ধের বই ‘ব্যক্ত : বিষয়- নারীবাদ’। এতে ‘লিয়াকত আলির নারীবাদী পাঠ’ শিরোনামে একটি দীর্ঘ প্রবন্ধ অন্তর্ভুক্ত হয়েছে। লিয়াকত আলি, বেশি কিছু কাজের কাজী। জ্ঞানের ব্যক্তিক ও নৈর্ব্যক্তিক শাখার বিচরণে তিনি যেন অনেকটাই সব্যসাচী; উপরন্তু তিনি একজন উঁচুমাপের সংগঠক স্বপ্নদ্রষ্টা, বিজ্ঞান চেতনার নিরিখে সমাজ পরিবর্তনের অঙ্গীকারাবদ্ধ। তাঁরই সম্পাদিত ‘প্রসঙ্গ : নারী মুক্তি অন্দোলন’ নিয়েই আলোচনা করেছেন লেখক।