স্কুল শেষের খুশিতে পনেরোটা ছেলে-মেয়ে পার্টি দিলো স্লগি নামক এক নৌকায়। আচমকা স্রোতের টানে নোঙর ছিঁড়ে প্যাসিফিক মহাসাগরে ভেসে গেলো স্লগি। ঝড়ের দাপটে পথ হারিয়ে অচেনা এক দ্বীপে আছড়ে পড়লো স্লগি। খাবার নেই, বাসের স্থান নেই, আগুন নেই, জানা নেই অবস্থানও।
আগামী ২০ মাস এই নাম-না-জানা মনুষ্যহীন দ্বীপে কাটাবে ছোট্ট কিন্তু সাহসী ছেলে-মেয়েগুলো। বাঁচার ভয়ঙ্কর লড়াইয়ে পারবে কী ওরা জয়ী হতে? চলুন, আমরাও সঙ্গী হই এই দুঃসাহসিক অভিযানে।